How to find new products for e-commerce? কিভাবে ই-কমার্স এর জন্য নতুন নতুন পণ্যে খুজে বের করবেন ?
Dear friends,
For those of us who want to do business online, here are some tips on how to find the right product in time. Maybe it will come in handy, InshaAllah!
1. We need to take care of the products that we are constantly using in our daily life and what kind of products we are constantly using to make our life easier. What kind of products we can't go through for a moment, we have to find those products and add them to the sales list and make the final decision keeping in mind the negative aspects including market analysis.
2. Social media needs to be monitored. On sites like Facebook, Twitter, Instagram, LinkedIn and TikTok, people are discussing what topic or product at the moment and finding out which product is most needed in different groups. In this way you can easily understand what kind of product people really need and need more at this moment.
3. Visit various e-commerce websites at home and abroad to see what kind of products the buyers of that site are giving the most reviews, are being included in the popular category, as well as get an idea of which products have good prospects in the future by visiting these other e-commerce sites.
4. Go to Google Trends and search by typing your specific topics in the search box. What are the products of those topics that consumers are searching on Google.
কিভাবে ই-কমার্স এর জন্য নতুন নতুন পণ্যে খুজে বের করবেন ?
প্রিয় বন্ধুগন,
আমরা যারা অনলাইনে ব্যবসা করতে চাই তারা কিভাবে সময়োপযোগী প্রোডাক্ট খুজে বেড় করবো তা নিয়ে কিছু টিপস তুলে ধরবো হয়তো আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ !
১। প্রতিদিনের প্রয়োজন এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের জীবনকে সহজ করতে কি রকম প্রোডাক্ট প্রতিনিয়ত ব্যবহার করছি , সেই প্রোডাক্টগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। কি রকম প্রোডাক্ট ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারছিনা , সেই প্রোডাক্টগুলো খুঁজে বের করে সেই প্রোডাক্টগুলো বিক্রি করার তালীকায় যুক্ত করতে হবে এবং সেগুলোকে নিয়ে বাজার বিশ্লেষন সহ নেগেটিভ সাইডগুলো মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ।
২। সামাজিক মাধ্যমগুলো পর্যবেক্ষণ করতে হবে। ফেসবুক,টুইটার,ইনষ্টাগ্রাম,লিংক্ডইন এবং টিকটক এর এর মতন সাইটগুলোতে মানুষ এই মুহূর্তে কোন বিষয় কিংবা কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে এবং বিভিন্ন গ্রুপে কোন প্রোডাক্ট এর প্রয়োজন বেশি বলে খুঁজে বেড়াচ্ছে , সেইদিকেও লক্ষ্য রাখতে হবে । এতে আপনি সহজে বুঝবেন এই মূহূর্তে মানুষের আসলে কি ধরণের প্রোডাক্ট দরকার এবং প্রয়োজন বেশি।
৩ । দেশী বিদেশী বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করুন সেখানে দেখুন কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে সেই সাইটের ক্রেতারা সবচেয়ে বেশি রিভিউ দিচ্ছে, পপুলার ক্যাটেগরীতে যুক্ত হচ্ছে, পাশাপাশি কোন প্রোডাক্টগুলোর আগামীদিনে ভালো সম্ভাবনা আছে তা সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন অন্যান্য এই ই-কমার্স সাইটগুলো ভিজিট করায় ।
৪ । গুগোল ট্রেন্ড এ গিয়ে সার্চ বক্সে আপনার নির্দিষ্ট টপিক্স লিখে সার্চ করুন সেই টপিক্স এর কোন কোন প্রোডাক্টগুলো গ্রাহকগন গুগল এ সার্চ করছে ।
0 Comments