Online discussion meeting held by Dated on August 12, 2021 which is organized by Youth Internet Governance Forum Bangladesh on the occasion of International Youth Day 2021.

This year's UN theme is 'Transforming Food Systems: Youth Innovation for People'. Mr. Sadat Rahman, winner of the Nobel Prize for children, discussed cyber bullying in the meeting. Mr. Advocate Khandkar Hasan Shahriar discussed the proper use of social media and the legal issues related to this in Bangladesh. Mr. A. H. M. Bazlur Rahman discussed the issues of progress and backwardness of the youth in keeping with the times. #bdyouthigf #youthigfbd







আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষে ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ এর আয়োজনে অনলাইন আলোচনা সভা

অনুষ্ঠিত হয়েছে ।
জাতিসংঘের এবারের প্রতিপাদ্য ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন’।
উক্ত আলোচনা সভায় সাইবার বুলিং নিয়ে আলোচনা করেন শিশুদের নোবেল পুরষ্কার বিজয়ী জনাব সাদাত রহমান। সোস্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ও এ সংশ্লিষ্ঠ বাংলাদেশের আইনী বিষয় নিয়ে আলোচনা করেন জনাব এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার। যুবকদের সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া এবং পিছিয়ে পড়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন জনাব এ.এইচ.এম বজলুর রহমান