Policy dialogue on the purpose of the crisis and solution of the use of Bengali script in the digital world.


Organized by Computer Jagat, a policy dialogue was held online on February 2, 2022, from 7 pm on the purpose of the crisis and solution of the use of Bengali script in the digital world. Mr. Mustafa Jabbar, Honorable Minister, Ministry of Posts and Telecommunications, and the founder and founder of Vijay, was the chief negotiator in the policy dialogue.

Prof. Mr. Uday Sarayan Singh participated in the discussion from India, Mr. Rakib Hasan, Mr. Mamun Or Rashid, Chief Executive of BNNRC Mr. A. H. M. Bazlur Rahman and many others discussed the significance of the role of Unicode in information science.


কম্পিউটার জগৎ এর আয়োজনে ডিজিটাল দুনিয়ায় বাংলা লিপি ব্যবহারের সংকট ও সমাধান এর উদ্দেশ্য ২ ফেব্রুয়ারি, ২০২২, সন্ধ্যা ৭ থেকে অনলাইনে একটি নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নীতি সংলাপে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিজয় এর উদ্ভাবনকারী ও প্রতিষ্ঠাতা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
আলোচনায় ভারত থেকে অংশ নেন অধ্যাপক জনাব উদয় সারায়ন সিংহ, তথ্য বিজ্ঞানে ইউনিকোডের ভূমিকা নিয়ে গুরত্ব নিয়ে আলোচনা করে জনাব রাকিব হাসান, জনাব মামুন অর রশিদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী জনাব এ,এইচ,এম বজলুর রহমান সহ সন্মানিত আরো অনেকেই ।