Thanks Giving about Bangladesh Internet Governance Forum - BIGF 2021.
BIGF 2021 আজকে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ! যাদের আন্তরিক সহযোগীতা আমাদের এই আয়োজন কে সমৃদ্ধ করেছে তাদের শ্রদ্ধাভরে স্মরন করতেছি , ডিসেম্বর মাসের ১৩ তারিখে আমাদের প্রথম প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় Bangladesh NGOs Network for Radio & Communication - BNNRC 'র প্রধান কার্যালয়ে যেখানে অংশ নেন জনাব Ahm Bazlur Rahman ভাই, জনাব Hiren Pandit দাদা, জনাব Mohammad Abdul Haque Anu ভাই, Farha Mahmud Trina আপু, জনাব Ashraf Rahman ভাই, জনাব Nazmul Hasan Majumder ভাই, জনাব Bhubon Faisal Ahmed ভাই এবং আমি Riad Hasan Badsha, উক্ত মিটিং এ অসাধারন আপ্যায়ন ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনএনআরসি কে ।আমাদের দিত্বীয় প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসের ২১ তারিখে যেখানে অংশ নেন জনাব Hiren Pandit দাদা, জনাব Khundkar Hasan Shahriyar ভাই, জনাব Mohammad Abdul Haque Anu ভাই, জনাব Nazmul Hasan Majumder ভাই, Ripa Jahan আপু, জনাব Ashraf Rahman ভাই এবং আমি Riad Hasan Badsha এবং আমরা সেদিনই এবারের আয়োজনের তারিখ চূড়ান্ত করি, যা ছিলো ২৯ ডিসেম্বর হোটেল হলিডে ইনে Inaugural Session, ৩০ই ডিসেম্বর ভার্চুয়ালি এবং ৩১ই ডিসেম্বর সিরডাপ মিলনায়তনে Closing Session.
ডিসেম্বর মাসের ২২ তারিখে আমরা রেজিষ্ট্রেশন উন্মুক্ত করি যার শেষ দিন নির্ধারন করি ২৮ ই ডিসেম্বর ।
রেজিষ্ট্রেশন শেষ হলে সমস্ত তথ্যগুলো অর্গানাইজ করার দায়িত্ব পালন করেন জনাব Nazmul Hasan Majumder ভাই এবং সবাইকে ইমেইল করেন তিনি , পাশাপাশি Ripa Jahan আপু,Bhubon Faisal Ahmed ভাই, Rimpa Barua আপু এবং আমি Riad Hasan Badsha প্রত্যেকেই ভাগাভাগি করে সকল অংশগ্রহনকারীকে ফোন করি আয়োজনে তাদের উপস্থতি নিশ্চিত হওয়ার জন্য এবং আমি সবাইকে বিস্তারিত এসএমএস করে দেই ।
২৯ ডিসেম্বর হোটেল হলিডে ইনে Inaugural Session
Theme: Internet United: Access to Meaningful Connectivity and Social Inclusion এ মিস তামান্না মৌ আপুর সঞ্চালনায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সন্মানিত সভাপতি এবং Bangladesh Internet Governance Forum - BIGF এর সন্মানিত সভাপতি জনাব Hasanul Huq Inu স্যারের সভাপতিত্বে একাডেমিয়া কমিউনিটি থেকে জনাব Safaet Hossain স্যার, জনাব Shankar Mondol স্যার, Telecom Reporters' Network Bangladesh - TRNB এর সন্মানিত সভাপতি জনাব রাশেদ মেহেদি ভাই, বিআইজিএফ এর সেক্রেটারি জেনারেল জনাব Mohammad Abdul Haque Anu ভাই, বিআইজিএফ এর সদস্য জনাব Iqbal Ahmed ভাই, Article19 Bangladesh and South Asia -এর আঞ্চলিক পরিচালক জনাব ফারুক ফয়সাল ভাই, বিএনএনআরসি'র সন্মানিত রিসার্চ ফেলো জনাব Ahm Bazlur Rahman
ভাই, টেক কমিউনিটি থেকে Cisco Technology Bangladesh Limited, Dhaka এর কান্ট্রি ম্যানেজার জনাব ফকরুদ্দিন আহমেদ ভাই, Carnival Internet এর হেড অব অপারেশন জনাব নজরুল ইসলাম ভাই, Banglalink Digital এর সিইও জনাব @Taimur Rahman ভাই, Bangladesh Telecommunications Company Limited এর সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন স্যার, BTRC এর সন্মানিত মহাপরিচালক মো. নাসিম পারভেজ স্যার এবং প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার স্যার এর আলোচনায় অনেক গুরত্বপূর্ন বিষয় উঠে আসে ।
৩০ই ডিসেম্বর ভার্চুয়ালি Session 02 : What is Internet Governance? এ বিআইজিএফ এর সেক্রেটারী জেরানেল জনাব Mohammad Abdul Haque Anu ভাই এর সঞ্চালনায় ICANN ইন্ডিয়ার হেড জনাব @Samiran Gupta স্যার, BRAC Bank Limited এর সিস্টেম সিকিউরিটি এনালিস্ট Shaila Sharmin আপু, Internet Society বাংলাদেশ এর সন্মানিত বোর্ড মেম্বার জনাব Jahangir Hossain ভাই আলোচনা করেন ।
Session 03 : Introspective of Cyber Threats in an Evolving Technology Landscape এ Youth IGF Bangladesh এর সন্মানিত মেম্বার সেক্রেটারী জনাব Bhubon Faisal Ahmed ভাই এর সঞ্চালনায় VEOSTR Limited এর সিইও জনাব Sayeef Rahman ভাই, NCIRT, BGD e-Gov CIRT এর সিনিয়র টেকনিক্যাল স্পেশালিষ্ট জনাব Tawhidur Rahman ভাই আলোচনা করেন ।
Session 04 : Internet Governance Prospect and Fellowship Opportunity এ বিআইজিএফ এর সেক্রেটারী জেরানেল জনাব Mohammad Abdul Haque Anu ভাই এর সঞ্চালনায় Asia Pacific School on Internet Governance - APSIG এর সেক্রেটারি জনাব Nepal Shreedeep Rayamajhi, Igf SriLanka এর চেয়ারপার্সন জনাব Mahee Kirindigoda, APSIG এর ফেলো ms.Rilla, Dr. Gnanajeyaraman Rajaram, Professor, Department of Computer science and Engineering, SBM College of Engineering and Technology, Dindigul, Tamil Nadu, India এবং জনাব Govind আলোচনা করেন ।
৩১ই ডিসেম্বর Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) এ সরাসরি আলোচনায়
Session 05 : Internet Governance and Telemedicine এ আবদ্ল্লাহ আল মামুন, হেড অব কমিউনিকেশন, Association of Mobile Telecom Operators of Bangladesh (AMTOB), Dr. Lubna Mariam, MBBS, M. Phil, FCPS, Assistant Professor,Bangladesh Cancer Institute, Mr. Ataur Rahman Kabul, Health Section Chief at Daily Kaler Kantho, Mr. MD. Saleh Uddin Mahmood, COVID researcher, Indoor Medical
Officer, Dhaka Medical College & Hospital.Consultant, Olwel BD Ltd. আলোচনা করেন ।
Session 06 :
KID’s IGF : To spread awareness about the safe usage of the internet, do’s and don’ts of cyber bullying এ কিডস আইজিএফ এর কনভেনর Farha Mahmud Trina আপুর নেতৃতে Ms. Aysha Labiba, Class V, Saint Francis Xavier's Greenherald International School এর সঞ্চালনায়, Mr. Rituraj Bhowmick, You Tuber & Influencer, Class III, Australian International School Dhaka, Ms. Zartaj Haque Simra, Class IV, Viqarunnisa Noon School & College, Ms. Samarah Arisha Hossain, Class VIII, Australian International School Dhaka, Mr.Samin Yasar, Class X, Ideal School and College, Ms. Khundkar Ayesha Shahriyar, Class VI, BCSIR School & College, Ms. Mehzamin Haque Diva, Class III, Ideal School and College, Tanzilul Haque, Class V, Ideal School and College, Motijheel, Mr. Md. Tariqul Islam Chowdhury, Early Childhood Development Specialist, Bangladesh Shishu Academy - বাংলাদেশ শিশু একাডেমি আলোচনা করেন ।
Session 07
Women IGF : Overcoming Barriers to Enable Women’s Meaningful Internet Access এ ওমেন আইজিএফ এর কনভেনর Farha Mahmud Trina আপুর নেতৃতে ও সঞ্চালনায়, Ms. Achia Nila, Founder & CEO, Women in Digital, Ms.Tamanna Mou, Fellow, Bangladesh School of Internet Governance, Ms. Naznin Nahar, Editor & Publisher The Monthly Techworld Bangladesh, Ms. Shamima Akhter, Managing Director, Improving Trading Limited, Afroza Haq Rina, Managing Director, Shom Communications Ltd., Ms.Shaila Rahman Lima, Deputy Director Grameenphone আলোচনা করেন ।
Session 08 : E-commerce and Cross-Border Data Flow এ Youth IGF Bangladesh এর সন্মানিত চেয়ার পার্সন Ripa Jahan আপু এর সঞ্চালনায়,
Mr. Rakibul Hassan স্যার Author of numerous Data Science Books, Mr. Iftekhar Alam Ishaque ভাই, Deputy Chief Technical Officer, SSL
Wireless, Mr. Zia Ashraf ভাই, Director International Affairs, E-Commerce Association of Bangladesh(e-CAB), এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সন্মানিত সভাপতি এবং Bangladesh Internet Governance Forum - BIGF এর সন্মানিত সভাপতি জনাব Hasanul Huq Inu স্যার আলোচনা করেন ।
Closing Session 09 : Implementation of the Recommendations of the High-level Panel on Digital Cooperation এ বিআইজিএফ এর সেক্রেটারী জেরানেল জনাব Mohammad Abdul Haque Anu ভাই এর সঞ্চালনায়, Mr. Ahm Bazlur Rahman -S21BR, Chief Executive Officer,
BNNRC, Mr. Rakibul Hassan স্যার, Author of numerous Data Science Books, Mr. Musharraf Tansen, In-Country Representative, Bangladesh,
Malala Fund, Mr. Anir Chowdhury স্যার, Policy Advisor, Government of Bangladesh/UNDP, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সন্মানিত সভাপতি এবং Bangladesh Internet Governance Forum - BIGF এর সন্মানিত সভাপতি জনাব Hasanul Huq Inu স্যার আলোচনা করেন এবং সমাপনী ঘোষনা করেন ।
উক্ত আয়োজনে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন
উক্ত আয়োজনে ব্যাক্তিগত ভাবে আমাদের সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন
Ahm Bazlur Rahman ভাই, Safaet Hossain স্যার, Shankar Mondol
স্যার,Hiren Pandit দাদা, Khundkar Hasan Shahriyar ভাই Jahangir Ahmad ভাই , নিমাই দাদা, Ashraf Rahman ভাই, লিটন ভাই সহ নাম মনে করতে না পারা অনেকে,মনে পড়লে আপডেট করে দেবো ।
অংশ নিয়ে আমাদের আয়োজনকে প্রানবন্ত করেছেন যেকসল সন্মানিত অংশগ্রহনকারী Engr Jashim Uddin ভাই, MH Masum ভাই, Shah Zahidur Rahman ভাই, Kawsar Bhai Amzad Hossain Rana ভাই, Mohammad Nijam Uddin Chowdhury ভাই,Anas Khan ভাই,Toushik Ornee ভাই, Tahasin Islam Sahim ভাই,Samin Yasar ভাই সহ অপরিচিত, নাম মনে করতে না পারা সকলের সহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ।
আমার মিস করে যাওয়া সকল অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আপনারা কমেন্টে মন্তব্য করে আমাকে সহযোগীতা করবেন প্লিজ, আমি সংযোজন করে নেবো ইনশাআল্লাহ ।
এবং কোন ভূল ত্রুটি চোখে পড়লে ক্ষমাসুন্দ দৃষ্টিতে দেখবেন দয়াকরে এবং মন্তব্য করে ধরিয়ে দিবেন ।
বিশেষ দ্রষ্টব্যঃ ফেসবুকে ৫০ টির বেশি ট্যাগ করা যায় না তাই অনেককে ট্যাগ করার পরে আবার তা রিমুভ করতে হয়েছে ।
আমার ইন্টারনেট গভর্নেন্স এর পথচলায় আমি যাকে সবসময় শ্রদ্ধা ভরে মনে রাখি তিনি হচ্ছেন জনাব Mohammad Abdul Haque Anu ভাই ।
আপনাদের কাছে আন্তরিক ভাবে দোআ প্রার্থনা করছি , আমি
Riad Hasan Badsha
Co-chair
Youth IGF Bangladesh
0 Comments