Confidence sets an entrepreneur forward for success. | আত্মবিশ্বাস একজন উদ্যোক্তাকে সফল হওয়ার জন্য এগিয়ে রাখে। 


Dear friends,

Confidence is an indispensable and valuable personal tool to be successful in any field of life.


But many of us may not know why we can't always be confident or show confidence.

In order to be confident, we need to make a special combination of three things.

Namely: Courage, Commitment and Capabilities.



That is

1. You or I have to take bold action to get the job done.

2. You have to be sincerely committed to get that job done right. And

3. We have to master the necessary skills and move forward.


If we can coordinate between these issues then the path of our entrepreneurial life will be much smoother and it will be easier to move forward towards the desired dream.


আত্মবিশ্বাস একজন উদ্যোক্তাকে সফল হওয়ার জন্য এগিয়ে রাখে। 


প্রিয় বন্ধুগণ,

জীবনের যেকোনো ক্ষেত্রেই সফল হওয়ার একটি অবশ্যম্ভাবী ও মূল্যবান পার্সোনাল টুল হচ্ছে আত্মবিশ্বাস। 

কিন্তু আমরা অনেকেই হয়তো জানিনা কেন আমরা সবসময় আত্মবিশ্বাসী হতে পারি না বা confidence শো করতে পারি না। 

আত্মবিশ্বাসী হতে হলে আমাদেরকে তিনটি বিষয়ের মধ্যে বিশেষ সমন্বয় সাধন করতে হবে।

 যথা: Courage, Commitment and Capabilities.

 অর্থাৎ

১. আমি বা আপনি যে কাজটি করতে চাই তার জন্যে সাহসী পদক্ষেপ নিতে হবে।

২. সেই কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্যে আন্তরিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং

৩. প্রয়োজনীয় দক্ষতাসমূহকে আয়ত্তে নিয়ে এগিয়ে যেতে হবে।


এই বিষয়গুলোর মধ্যে যদি আমরা সমন্বয় সাধন করতে পারি তাহলে আমাদের উদ্যেক্তা জীবনের পথচলাটা অনেক মসৃন হবে এবং কাঙ্খিত সপ্নপূরনে এগিয়ে যাওয়াটা সহজ হবে ।