চাকুরীর জন্য আবেদন পত্র কিভাবে লিখবেন তার একটা নমুনা আমি দিয়ে রাখলাম


বরাবর

ব্যবস্থাপক পরিচালক,

জিরো ওয়ান টু লিমিটেড, এবিসি ভবন

নয়াটোলা, ঢাকা।

 বিষয়ঃ  অফিস সহকারী পদের জন্য আবেদন।

 

মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, আমি বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার অফিসে অফিস সহকারী পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি। নিম্নে আমার যাবতীয় বিবরণ প্রদত্ত হইলঃ

 

১। নামঃ                      এবিসি  

২। পিতার নামঃ              বিবিসি

৩। মাতার নামঃ             সিবিসি

৪। স্থায়ী ঠিকানাঃ            গ্রামঃ ডিবিসি, পোঃ ইবিসি, থানাঃ এফবিসি, জেলা- জিবিসি।

৫। বর্তমান ঠিকানাঃ         ২৩/৬ আইবিসি ডাকঃ জেবিসি, থানাঃ কেবিসি, জেলাঃ এমবিসি-১২১৪।

৬। জাতীয়তাঃ                বাংলাদেশী (জন্ম সূত্রে)

৭। ধর্মঃ                       এনবিসি

৮। জন্ম তারিখঃ              ০১-০১-১৯৮৫ইং

০৯। শিক্ষাগত যোগ্যতাঃ     দাখিল পাশ (এস.এস.সি সমমান) দ্বিতীয় বিভাগ।

 

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, উক্ত পদে আমাকে নিয়োগ করিলে আমি আপনার সন্তুষ্টি বিধানে আপ্রাণ চেষ্টা করিব।

 

 

বিনীত নিবেদক

আপনার বিশ্বস্ত

তাং ২১/০৪/২০২২ ইং

 

(ওবিসি)



 

ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করুন