How to expand your business in the global market - 6th post | ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন- ষষ্ট পোষ্ট

 


Dear friends,

As part of what I am constantly writing about how to expand the business in the global market, I will write a series of six posts today where I will highlight some more challenges.

 

If you think that you are ready to face the challenge of business expansion in the global market, then you need to practice a few things, the first challenge of which I mentioned in the 5th poste, today I will highlight two more new challenges.

 

2. Proper infrastructure

It is important to ensure you have the proper infrastructure to ensure a smooth start when you expand your organization in the global market, so you need to have a strong management team for the organization that will help you reach your business strategy and decision making from central office to branch office. In order to take your organization to the global market, you must keep the information communication and technology department strong, and for this section you have to keep more investment. When your organization spreads in the global market, it is important to consider how your organization's employees will exchange information and how secure it will be.

 


3. Consider the impact of any new ideas:

You need to think about how customers in your own country can adopt your new ideas as well as how your foreign customers will accept your ideas. You must think about scalability in international areas, you have to consider time, region, language and cultural relevance when expanding your business in the global market, these are issues that your international partners may object to if you do not think first.

 

"InshaAllah I will write about #LocaltoGlobal in phases"

প্রিয় বন্ধুগন,

ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন তা নিয়ে আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি তারই অংশ হিসেবে ক্রমান্বয়ে আজকে লিখবো ষষ্ট পোষ্ট যেখানে আরো কিছু চ্যালেঞ্জ তুলে ধরবো । 

 আপনি যদি মনে করেন যে বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত, তাহলে আপনাকে কয়েকটি বিষয়ে অনুশীলন করতে হবে যার ১ম চ্যালেঞ্জটি ৫ম পর্বে উর্লেখ করেছি, আজকে নুতন আরো দুটি চ্যালেঞ্জ তুলে ধরবো ।


২। সঠিক অবকাঠামোঃ 

আপনার প্রতিষ্ঠানকে যখন বিশ্ববাজারে প্রসারিত করবেন তখন একটি মসৃণ প্রবর্তন নিশ্চিত করতে আপনার যথাযথ অবকাঠামো নিশ্চিত করা জরুরি, সেজন্য প্রতিষ্ঠানের জন্য আপনার শক্তিশালী ব্যবস্থাপক টিম থাকতে হবে যা আপনার ব্যবসায়ীক কৌশল এবং সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর থেকে শাখা অফিসে পৌছাতে সহায়তা করবে । বিশ্ববাজারে আপনার প্রতিষ্ঠানকে নিতে হলে আপনাকে অবশ্যই তথ্য,যোগাযোগ এবং প্রযুক্তি বিভাগকে শক্তিশালী রাখতে হবে, এবং এই বিভাগের জন্য আপনাকে বিনিয়োগ বেশি রাখতে হবে । বিশ্ববাজারে আপনার প্রতিষ্ঠান ছড়িয়ে পড়লে কিভাবে আপনার প্রতিষ্ঠানের কর্মীরা তথ্য আদান-প্রদান করবে এবং কতটা নিরাপদে তা করবে সে বিষয়ও গুরত্বসহকারে তা খেয়াল রাখতে হবে ।



৩। যেকোন নুতন ধারনার প্রভাব বিবেচনা করুনঃ

আপনার নিজের দেশের গ্রাহকরা কীভাবে আপনার নতুন ধারণা গ্রহণ করতে পারে সে সম্পর্কে চিন্তাভাবনা করার পাশাপাশি আপনার বিদেশী গ্রাহকরা কীভাবে আপনার ধারণাগুলি গ্রহণ করবেন সে সম্পর্কেও আপনাকে ভাবতে হবে। আন্তর্জাতিক অঞ্চলগুলিতে স্কেলিবিলিটি সম্পর্কে অবশ্যই আপনাকে ভাবতে হবে, আপনি যখন বিশ্ববাজারে আপনার ব্যবসা সম্প্রসারন করবেন তখন সময়,অঞ্চল,ভাষা এবং সাংস্কৃতিক যথাংথতা বিবেচনায় রাখতে হবে, এই বিষয়গুলো যদি আপনি প্রথমে না চিন্তা করেন তাহলে এগুলো নিয়ে আপনার আন্তজার্তিক অংশীদারগুলো আপত্তি করতে পারে ।

"ইনশাআল্লাহ পর্যায়ক্রমে #LocaltoGlobal নিয়ে লিখবো "


ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন ১ম পর্ব । How to expand your business in the global market. Part 1


ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন ২য়-পোষ্ট | How to expand your business in the global market. Second Part


How to expand your business in the global market. - 3rd post | ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন-৩য় পোষ্ট