ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন ১ম পর্ব । How to expand your business in the global market. Part 1
আসসালামু আলাইকুম,
শুভেচ্ছা নিবেন প্রিয় বন্ধুগন, আমরা যারা ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা তারা অনেক সময় ব্যবসা
প্রতিষ্ঠান বা উদ্যোগকে বিশ্বব্যাপী চড়িয়ে দিতে চাই যেন আমাদের পণ্যে বা পরিষেবা দেশীয়
গ্রাহকের পাশাপাশি অন্যদেশের গ্রাহকগন ও যেন কিনতে পারে তাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান
এর পরিধি কিংবা বিসতৃতি ও বাড়লো ।
বিদেশে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে গুরত্ব দিয়ে যে নিজ
দেশে ব্যবসা করা আর বিদেশে ব্যবসা করার পদ্ধতি এক নয় প্রতিটি দেশে আলাদা আলাদা ব্যবসায়ীক
পলিসি আছে আছে নিয়ম কানুন এবং গ্রাহকের অভিজ্ঞতাও ।
তাই বিদেশে ব্যবসা করতে করতে গেলে আপনি কোন কোন বিষয়ে বেসিক ধারনা নিয়ে আপনার
পথচলা শুরু করবেন তার কিছু প্রাথমিক আলোচনা করবো আমি আমার কয়েকটি লেখায়, আমি
বিশ্বাস রাখি আপনাদের কিছুটা হলেও কাছে আসবে এই লেখাগুলো ।
প্রথম পর্বে আমি যে বিষয় টা ফোকাস করবো তা হলো
নিজের সাথে বোঝাপড়া করা যে আপনি যেসব বিষয় ফেস করবেন
তা নিয়ে আপনি প্রস্তুত কিনা?
যেমনঃ
বিশ্ব বাজারে আপনার ব্যবসাকে ছড়িয়ে দেয়াটা অনেকটা আকর্ষণীয় হতে পারে এবং অনেক
উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী এই সুযোগে লাফিয়ে উঠতে পারে; তবে আপনি মনে রাখবেন
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ অনেকটা আত্বঘাতিও হতে পারে আপনার জন্য ।
কেননা একটি নতুন ক্রেতার ভীত স্থাপন করা তাদের অভ্যাস, কেনাকাটার জাজমেন্টাল প্রসেস,
সেদেশের আইন ও বিধিমালা জানা, আপনার জন্য ভালো হবে এমন বিশ্বাসযোগ্য অংশীদারের
সন্ধান করা এবং তা খুজে পাওয়া শেশ পর্যন্ত, পাশাপাশি স্থানীয় রীতিনীতিগুলির সাথে পরিচিত
হওয়ার মধ্য দিয়ে আপনার লোকাল ব্রান্ডকে একটি গ্লোবাল ব্রান্ডে প্রতিষ্ঠা করতে আপনাকে
অসংখ্য চূরান্ত পর্যায়ের অগ্নী পরীক্ষা দিতে হতে পারে!
যদিও সব ধরনের পণ্যে বা পরিষেবা এই জাতীয় চ্যালেঞ্জের জন্য উপযুক্ত নয়, কিছু কিছু।
বিশ্ববাজারে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে
যা আমি কয়েকটি পর্বে লিখবো ।
#LocaltoGlobal
You Can read also In English Language Please
Assalamu Alaikum,
Greetings dear friends, we who are businessmen or entrepreneurs often want to spread
our business or startup around the global market so that our products or services can be
bought by the local customers as well as the customers of other countries.
One thing we need to keep in mind when conducting business abroad is that doing
business in one's own country is not the same as doing business abroad. Each country
has different business policies, rules and customer experience.
So while doing business abroad, I will discuss some of the basics and you will start your
journey with basic ideas. In some of my articles, I believe that these articles will come to
you at least a little bit.
This is what I will focus on in the first part
Talk with yourself whether you are ready for the things you will face.
Like
Spreading your business in the global market can be very attractive and many
entrepreneurs or businessmen can jump at this opportunity; But keep in mind that
expanding business in the international market can be very suicidal for you.
Because of their habit of intimidating a new customer, their judgmental process of
shopping , knowing the laws and regulations of that country, finding a trusted partner
who will be good for you, and getting to know them, as well as getting acquainted with
local rules and regulations to make your local brand a global brand. You may have to
go through a number of final fire tests to establish yourself !
While not all products or services are suitable for this type of challenge, some do.
Before you decide to jump into the global market, you need to consider a few things
that I will cover in a few articles .
#LocaltoGlobal
0 Comments