Discover yourself before taking any initiative | যেকোনো উদ্যোগ নেয়ার আগে নিজেকে আবিষ্কার করুন ।
Dear friends,
More or less we all dream of becoming an entrepreneur all the time, many have already started an entrepreneurial life, a few of them have managed or are able to successfully run their own enterprise, many of them are not stopping again, these obstacles are one of the reasons. Having no clear idea about yourself.
So before you start a venture with anything, first discover yourself, then after analyzing all your abilities, skills, plan your venture business, then analyze the market of your venture and officially start the path for your venture with all the data and metadata in hand.
I sincerely wish you success in your endeavors.
যেকোনো উদ্যোগ নেয়ার আগে নিজেকে আবিষ্কার করুন
প্রিয় বন্ধুগণ,
আমরা কম-বেশি সবাই উদ্যাক্তা হওয়ার সপ্ন দেখছি প্রতিনিয়ত, অনেকেই ইতিমধ্যেই উদ্যোক্তা জীবন শুরু করেও দিয়েছি, এর মধ্যে অল্প কয়েকজন সাফল্যের সাথে নিজের উদ্যোগকে পরিচালিত করতে পারছি বা পারছেন, এরমধ্যে অনেকেই আবার থমকে দাড়াচ্ছেন না না প্রতিবন্ধকতায়, এই প্রতিবন্ধকতাগুলো যেসব কারণে দেখা দেয় তার অন্যতম হচ্ছে নিজের সমন্ধে পরিস্কার ধারণা না থাকা।
তাই যেকোনো কিছু নিয়ে উদ্যোগ শুরু করার আগে প্রথমে নিজেকে আবিষ্কার করুন, তারপর নিজের সক্ষমতা,দক্ষতা সবকিছু বিভিন্ন ভাবে এনালাইসিস করার পরে আপনার উদ্যোগের ব্যবসায়ীক প্লান করুন, তারপর আপনার উদ্যোগের বাজার বিশ্লেষণ করে সমস্ত ডাটা এবং মেটাডাটা হাতে নিয়েই অফিসিয়ালি আপনার উদ্যোগের জন্য পথচলা শুরু করে দিন।
আন্তরিক ভাবে আপনার উদ্যোগের জন্য সাফল্য কামনা করছি ।
0 Comments