Attended at Mirpur Meetup of E-Cab on 1st April 2022 | পহেলা এপ্রিল ২০২২ ই-ক্যাবের মিরপুর মিটআপে অংশগ্রহণ করেছিলাম



Dated On 1st April 2022, Mirpur Meetup of E-Cab was held under the slogan "Connect Your Business".

e-CAB, e-Commerce Association of Bangladesh Honorable President Shomi Kaiser Apa along with several members of the Executive Committee were present. The meetup was attended by a number of people who were introduced, exchanged information which is very important for small entrepreneurs like us.



The meet-up was attended by many new members as well as many well known members, including Shomi Kaiser Apu from Dhanshiri Communications, Shipon Bhai from Diabetic Store, Tamal Bhai from Computer Jagat, Ashish Chakraborty Bhai from VISA, Jami Bhai from A2I, Sarah Jita Apu from Joyeeta Foundation, Mr. Biplob G. Rahul Bhai, Chief Executive of e-Courier. Mr. Zion Bhai, Managing Director of Steadfast Courier, Mr. Asif Ahnaf Bhai from Breakbite Communications, Mr. Saidur Rahman Bhai of Ebuisness Scholar, Mr. Rakib Bhai, Chief Executive of KinakataBD,Kaiyum Bhai of Rocket E Shop, Chotan Bhai, Mamub Bhai from Invent craft Trina Apu, Naurin Apu, Mitu Apu, Zulhas Bhai from Dewan ICT, Khaled Bhai of Bandhustore, Mahmudur Hasan Bhai of Jovo Gix, Mostafizur Rahman Bhai from Shurma Shop, Nazmul Bhai of Projomo Digital and many more.



পহেলা এপ্রিল ২০২২  " কানেক্ট ইয়ুর বিজনেস" স্লাোগানে  ই-ক্যাব এর মিরপুর মিটাপ অনুষ্ঠিত হয়েছে , উক্ত মিটাপে ই-ক্যাব এর মিরপুর জোনের সদস্যগন ছাড়াও অন্যান্য জোনের সদস্যগন উপস্থিথ ছিলেন । 
ই-ক্যাব এর সন্মানিত সভাপতি শী কায়সার আপা সহ নির্বাহী পরিচালনা কমিটির বেশ কয়েক জন সদস্য উপস্থিত ছিলেন, এই মিটাপ এ অংশ নিয়ে অনেকের সাথেই কথা হয়েছে, পরিচয় হয়েছে , তথ্য আদান-প্রদান হয়েছে  যা আমাদের মতো ক্ষৃদ্র উদ্যেক্তাদের জন্য অনেক গুরত্বপূর্ন বিষয় ।



মিট আপে অসংখ্য নুত সদস্যদের পাশাপাশি অনেক পরিচিত সদস্যও উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন, ধানসিড়ি কমিউনিকেশন্স থেকে শমী কায়সার আপু,ডায়াবেটিসক স্টোর এর শিপন ভাই, কম্পিউটার জগৎ এর তমাল ভাই, আশিশ ভাই ভিসা'র বিজনেস ডেভেলপমেন্প পরিচালক, এটুআই এর জামি ভাই, জয়িতা ফাউন্ডশান এর সারাহ জিতা আপু,  ইকুরিয়ার এর প্রধান নির্বাহী জনাব বিপ্লব জি রাহুল ভাই, স্টিডফাস্ট কুরিয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জিওন ভাই, ব্রেক বাইট কমিউনিকেশন্স এর আসিফ আহনাফ ভাই,


ইবিজনেস স্কলার এর সাইদুর রহমান ভাই, কেনাকাটাবিডি এর প্রধান নির্বাহি রাকিব ভাই, রকেট ই শপের কাইয়ুম ভাই, ছোটন ভাই, ইনভেন্ট ক্রাফ্ট এর মামুন ভাই, তৃনা আপু, নওরিন আপু, মিতু আপু, দেওয়ান আইসিটি এর জুলহাস ভাই, বন্ধুষ্টোর এর খালেদ ভাই, জোভো গিক্স এর মাহমুদুর হাসান ভাই, শুরমা শপ এর মোস্তাফিজুর রহমান ভাই, প্রজন্ম ডিজিটাল এর নাজমুল ভাই সহ আরো অনেকে ।