How to choose products or services for your company? | কিভাবে আপনার কোম্পানীর জন্য পণ্যে বা পরিষেবা নির্বাচন করবেন?
Assalamu Alaikum,
Dear friends,
Many times before we start a business or even after we start a business we have to think about
our product selection and what products or services we will work with, and that is the main factor
for business, so today I will highlight some points in my article on how to select or determine the product or service of our startup or business organization.
How to choose products or services for your company?
In order to select a product or service you need to collect some information and that is-
1. What area will you do business in and how wide that area is across borders.
2. What is the population of that area?
3. What percentage of the total population in the area buyers.
4. You need to gather information about the lifestyle of the buyers in that area.
5. Trying to know about your buyer's financial income and expenses.
6. On average, you will follow some of these buyers to find out what products they buy more
and make a list of them.
7. You have to start your real work from the listed products.
8. From this list you will decide whether you will choose your business products from the
products listed in this list or an alternative to these products. Or add something newer than
the listed products.
9. Lastly, you need to determine the market value of the product you choose, the market
price should be determined in such a way that the buyer gets some affordable price from
his past experience. Remember that if you can't satisfy the buyer financially, you will have
a hard time finding or retaining the buyer.
Just the thought of my little brain, please look at the mistake with a forgiving look. Thanks
in advance for your advice.
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুগন,
পণ্যে নির্বাচন নিয়ে চিন্তায় পড়তে হয় কি পণ্যে বা পরিষেবা নিয়ে কাজ করবো তা নিয়ে এবং
এটাই মূল ফ্যাক্টর ব্যাবসার জন্য তাই আমি আজকে আমার লেখায় কিছু পয়েন্ট তুলে ধরবো
কিভাবে আমাদের উদ্যোগ বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্যে বা পরিষেবা নির্বাচন বা নির্ধারন করবো ।
কিভাবে আপনার কোম্পানীর জন্য পণ্যে বা পরিষেবা নির্বাচন করবেন?
পণ্যে বা পরিষেবা নির্বাচন করতে হলে আপনাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে আর তা হলো-
১. আপনি কোন এরিয়াতে ব্যবসা করবেন এবং সেই এলাকা কেমন সীমানা জুড়ে বিস্তৃত ।
২. সেই এলাকার জনসংখ্যার পরিমান কত ।
৩. উক্ত এলাকায় মোট জনসংখ্যার কতভাগ ক্রেতা ।
৪. সেই এলাকার ক্রেতাদের জীবন যাপন সমন্ধে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে ।
৫. ক্রেতাদের আর্থিক আয়-ব্যায় সমন্ধেও ধারনা নেয়ার চেষ্টা করতে হবে ।
৬. এই ক্রেতাদের মধ্যে থেকে গড়ে কিছু মানুষকে আপনি ফলো করবেন তারা কি কি পণ্যে বেশি কেনাকাটা করে থাকে এবং তার একটা তালিকা তৈরী করতে হবে ।
৭. তালিকাকৃত পণ্যেগুলো থেকেই আপনার আসল কাজ শুরু করতে হবে ।
৮. এই তালিকা থেকে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কি এই তালিকা ভূক্ত পণ্যগুলো থেকেই
আপনার ব্যবসার পণ্য নির্বাচন করবেন নাকি এই পণ্যেগুলোর বিকল্প কোন পণ্যে ? কিংবা
তালিকাভূক্ত পণ্যেগুলোর চেয়ে নুতন কিছু পণ্য যুক্ত করবেন।
৯.সবশেষে আপনি যে প্রোডাক্ট নির্বাচন করবেন তার বাজার মূল্য নির্ধারন করতে হবে, বাজার মূল্য
এমন ভাবে নির্ধারন করতে হবে ক্রেতা যেন তার অতীত অভিজ্ঞতা থেকে আপনার কাছে কিছুটা
সাশ্রয়ী মূল্য পায় । মনে রাখবেন আর্থিকভাবে ক্রেতাকে সন্তুষ্ট না করতে পারলে আপনি ক্রেতা
পাওয়া কিংবা ধরে রাখা নিয়ে মুশকিলে পড়বেন ।
আমার ক্ষুদ্র মস্তিকের চিন্তাভাবনা মাত্র, ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়াকরে । আপনার পরামর্শের জন্য অগ্রীম ধন্যবাদ জানাচ্ছি ।
0 Comments