How to Make Your Business Success in Bangladesh | বাংলাদেশে কিভাবে আপনার ব্যবসা সফল করবেন
How to Make Your Business Success in Bangladesh
Bangladesh is strategically located on the world map and has a fast growing economy as well as Bangladesh has a huge youth population and country which is a big market for your products or services and it will get bigger and bigger.
If you are planning to expand your business in Bangladesh, you may encounter some complications here so you have to plan with them in mind. I will mention some strategies for business expansion in Bangladesh. I hope you will find them useful below
1. Make a plan for business in Bangladesh
Your passion alone is not enough to lead your business or enterprise to success so you need to prepare a strong business plan with the right step-by-step instructions at the right time to fulfill the desired objective of your business organization.
At the same time, you need to make sure that the plan sets out the goals, objectives and timelines of the business, and that you need to make your business plan easy to understand if there is ever a need to revise.
2. Research needs to be conducted properly to know and understand the market
To expand your business in Bangladesh you need to conduct proper research as Bangladesh is a big market with a population of over 175 million, so you need a strong marketing strategy to meet your business objectives and consider the value of your product or service there.
Carefully select and determine how your competitors are conducting their business and which cities in Bangladesh are suitable for starting your business or venture. So if you take the help of a local person from the designated city then you will get a good idea of this city and he will be able to evaluate the situation accurately and present it to you which will be very beneficial for you.
3. Need to take feedback
Before starting your business in Bangladesh, if you need to get advice from someone as a consultant or advisor and make sure that they will be able to analyze the steps you have taken properly keeping in mind everything local and exceptions from them to make your business or enterprise more profitable. You can also get some unique tips
4. Take advantage of digital marketing.
More than half of the people in Bangladesh use the internet so marketing your business products or services using online platforms like websites, social media and email or sms marketing will be a great help for you as it can be implemented in an attractive and affordable way. You can also easily evaluate the success of your marketing campaign using tools like Google Analytics. You can add informative blogs to your website to increase the number of audiences and effectively compete with competitors' businesses.
5. The right staff needs to be recruited
Making your business a success in Bangladesh is not so easy that you can accomplish such a task as an individual, you need to do it through integrated teamwork with hiring skilled workers as a skilled team will not only help you achieve your company objectives but also speed it up. It will also play a role in getting growth. So let your team members know that you have a plan in place to reach your goals so that they can manage themselves at your own pace.
6. Know and understand your competitors
When you set up your business in Bangladesh, you must face some competitors, so to market your company's products and services safely, analyze your competitors very carefully as competitor analysis is essential for your business to be successful. By observing the businesses of others you will be able to take their positive aspects and learn from their mistakes which will keep your organization ahead in Bangladesh.
7. Save a big picture in your mind about your business
It is very important that you have a big vision when you set up an enterprise or business because there is no guarantee that all decisions will be right or right click when we do business so we do not get frustrated if any wrong decision is implemented for any reason. We have to maintain the continuity of the activities of the business organization by emphasizing the main goal that we had.
8. Must be different than others
When you decide to set up your business in Bangladesh, you must work with a different plan than others because those who are doing business here are managing their business by adopting all the local strategies. Also keep in mind that there is no need to get bogged down in doing exceptional things, you just need to focus on your research and maintain innovative strategies in your product and service delivery.
9. We need to focus on reducing cultural differences
The culture of Bangladesh is very different from that of the West. There has been some westernization in the corporate offices of this country, but the strong majority of the population has strong social, ethnic and religious values. So it is difficult to successfully do business here without gaining an accurate idea of the local culture of Bangladesh. Reducing cultural differences will help you to tailor your products and services to the needs of the local population and maintain a healthy work environment.
10. You have to be patient
Business growth may not be as fast as you expect, so you need to build long-term relationships with your employees and potential partners so that they can capture your business goals and deliver themselves as you do. Keep working with confidence in the goal.
11. A popular verbal word must be made in the mouth of the customer
In a populous country like Bangladesh, word of mouth is important, so you need to provide professional service and manage your business very carefully so that customers talk positively about your business and a popular word of mouth about your business is spoken and spread among others. If you want to ensure your business presence offline as well as online, the reputation of your brand will grow faster.
12. The final thought
To start a business in Bangladesh, you may have to face multiple challenges. As a business owner, conducting research in the right way at the right time as well as understanding the needs and expectations of the population must come first. Hire the right staff with the skills needed to run your business properly and adopt specific marketing strategies to reach the maximum number of customers.
Apart from these issues, you may face many more unforeseen events, so you have to decide to expand or establish a business in Bangladesh keeping everything in mind.
I will always make this article more informative inshaAllah to really play a leading role in meeting your needs.
বাংলাদেশে কিভাবে আপনার ব্যবসা সফল করবেন
বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কৌশলগত একটি অবস্থানে অবস্থিত এবং এখানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি রয়েছে পাশাপাশি বাংলাদেশ একটি বিশাল যুব জনসংখ্যার ও দেশ , যা আপনার পণ্য বা পরিষেবাগুলির জন্য একটি বড় বাজার এবং তা ক্রমান্বয়ে আরো বড় হবে ।
আপনি যদি বাংলাদেশে আপনার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেন, তাহলে এখানে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন তাই সেসব মাথায় রেখেই আপনাকে সেগুলির মধ্য দিয়ে সম্বনয় করে পরিকল্পনা করতে হবে । বাংলাদেশ এ ব্যবসা সম্প্রসারনের জন্য কিছু কৌশল উল্লেখ করবো নীচে আশাকরি আপনাদের কাদের কাজে আসবে
১ । বাংলাদেশে ব্যবসার জন্যই একটি পরিকল্পনা করুন
আপনার ব্যবসা বা উদ্যোগকে সাফল্যের জন্য পরিচালিত করতে শুধুমাত্র আপনার আবেগই যথেষ্ট নয় সেজন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্খিত উদ্দেশ্য পূরণের জন্য সঠিক সময়ে ধাপে ধাপে সঠিক নির্দেশনা সহ একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করতে হবে । পাশাপাশি আপনাকে নিশ্চিত করতে হবে পরিকল্পনায় যেন ব্যবসার লক্ষ্য, উদ্দেশ্য বং সময়সীমা নির্ধারণ করতে হবে তারপরও যদি কখনো সংশোধন করার প্রয়োজন দেখা দেয় সেজন্য আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে সহজগম্য করতে হবে ।
২ । বাজারকে জানতে ও বুঝতে সঠিকভাবে গবেষণা পরিচালনা করতে হবে
বাংলাদেশে আপনার ব্যবসা সম্প্রসারন করতে হলে আপনাকে সঠিকভাবে গবেষনা পরিচালিত করতে হবে কেননা বাংলাদেশ একটি বড় বাজার এখানে জনসংখ্যা ১৬৫ মিলিয়নের বেশি, তাই আপনার ব্যবসায়ীক উদ্দেশ্যে পূরণ করার জন্য একটি শক্তিশালী বিপণন কৌশল প্রয়োজন হবে এবং সেখানে আপনার পণ্যে বা পরিষেবার মূল্যের বিষয়বকে গুরত্ব দিয়ে বিবেচনা করতে হবে । আপনার প্রতিযোগীরা কীভাবে তাদের ব্যবসা পরিচালিত করছে এবং আপনার ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য বাংলাদেশের কোন শহরটা উপযোগী এবং সে সংক্রান্ত বিষয়গুলি অত্যান্ত সাবধানতার সাথে নির্বাচন ও নির্ধারণ করুন। এজন্য আপনি নির্ধারিত শহরের স্থানীয় কারো সহযোগীতা নিন তাহলে আপনি এই শহরের ভালো একটি ধারণা পাবেন এবং তিনি পরিস্থিতির সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন এবং আপনার কাছে তা তুলে ধরতে পারবেন যা আপনার জন্য খুবই লাভজনক হবে ।
৩ । ফিডব্যাক নিতে হবে
বাংলাদেশে আপনার ব্যবসা শুরু করার আগে দরকার হলে পরামর্শদাতা কিংবা উপদেষ্টা হিসেবে কারো কাছে থেকে rপরামর্শ নিন এবং তা অবশ্যই নিশ্চিত করুন কেননা তারা আপনার নেওয়া পদক্ষেপগুলি বিশ্লেষণ করতে পারবে সঠিক ভাবে স্থানীয় সকল কিছুকে মাথায় রেখে এবং আপনার ব্যবসা বা উদ্যোগকে আরও লাভজনক করার জন্য তাদের কাছে থেকে ব্যতিক্রম ও ইউনিক কিছু পরামর্শও পেতে পারেন
৪ । ডিজিটাল মার্কেটিং এর সুযোগ-সুবিধাগুলো নিতে হবে ।
বাংলাদেশের অর্ধেকেরও বেশি নাগরিক ইন্টারনেট ব্যবহার করে তাই ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং ইমেইল বা এসএমএস মার্কেটিং এর মতো অনলাইন প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে আপনার ব্যবসার পণ্যে বা পরিষেবার বাজারজাত করতে পারলে তা আপনার জন্য একটি ভাল সহায়ক হবে কেননা এসব মাধ্যমে তা আকর্ষনীয় এবং সাশ্রয়ী মূল্যে বাস্তবায়ন করা যায় , এছাড়া আপনি Google Analytics এর মত টুল ব্যবহার করে সহজেই আপনার মার্কেটিং প্রচারাভিযানের সাফল্য মূল্যায়ন করতে পারেন। আপনি অডিয়েন্সের সংখ্যা বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বীদের ব্যবসার সাথে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে আপনার ওয়েবসাইটে তথ্যপূর্ণ ব্লগ যোগ করতে পারেন।
৫ । সঠিক কর্মী নিয়োগ করতে হবে
বাংলাদেশে আপনার ব্যবসাকে সাফল্যে পরিণত করতে পারাটা এত সহজ না যে এমন একটি কাজ আপনি একজন ব্যক্তি হিসাবে তা সম্পন্ন করতে পারবেন, এর জন্য দক্ষ কর্মীদের নিয়োগ দিয়ে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে তা করতে হবে কেননা একটি দক্ষ টিম শুধুমাত্র আপনার কোম্পানীর উদ্দেশ্য পূরণে সাহায্যই করবে না পাশাপাশি এটিকে দ্রুত বৃদ্ধি পেতেও ভূমিকা রাখবে । সেজন্য আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা নির্ধারন করেছেন তা আপনার টিমের সদস্যদের বুঝিয়ে দিন যেন তারা নিজেদেরকে আপনার গতির সাথে পরিচালিত করতে পারে ।
৬ । আপনার প্রতিযোগিদের জানুন ও বুঝুন
বাংলাদেশে আপনার ব্যবসা প্রতিষ্ঠা করার সময় আপনি অবশ্যই কিছু প্রতিযোগীর মুখোমুখি হবেন সেজন্য আপনার কোম্পানীর পণ্য এবং পরিষেবা নিরাপদে বাজারজাত করতে আপনার প্রতিদ্বন্দিদের খুব সাবধানে বিচার বিশ্লেষন করুন কেননা আপনার ব্যবসা সফল করার জন্য প্রতিদ্বন্দি বিশ্লেষণ অত্যাবশ্যক। অন্যদের ব্যবসাগুলি পর্যবেক্ষণ করলে আপনি তাদের ইতিবাচক দিকগুলি গ্রহণ করতে পারবেন এবং তাদের ভুলগুলি থেকে শিক্ষা নিতে পারবেন যা আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে রাখবে বাংলাদেশে ।
৭ । আপনার ব্যবসা নিয়ে আপনার মনের মধ্যে বড় একটি ছবি সংরক্ষন করুন
আপনি যখন একটি উদ্যোগ কিংবা ব্যবসা প্রতিষ্ঠা করবেন তখন আপনার দৃষ্টিভঙ্গি বড় থাকাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা যখন ব্যবসা করবো তখন সব সিদ্ধান্ত যে সঠিক হবে বা রাইট ক্লিক করবে এরকম কোন নিশ্চয়তা দেয়া যাবেনা তাই কোন কারনে যদি ভূল কোন সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েই যায় তখন আমরা হতাশ না হয়ে আমাদের যে মূল লক্ষ্য ছিলো সেখানে গুরত্ব দিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে ।
৮ । অন্যদের চেয়ে আলাদা হতে হবে
আপনি যখন বাংলাদেশে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিবেন তখন অবশ্যই আপনাকে অন্যদের চেয়ে আলাদা কিছু পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে কেননা এখানে যারা ব্যবসা করছেন তারা স্থানীয় সকল কৌশল রপ্ত করেই তাদের প্রতিষ্ঠানকে পরিচালিত করছেন । পাশাপাশি মনে রাখবেন ব্যাতিক্রমী কিছু করতে গিয়ে গোলকধাধায় পড়ার দরকার নাই আপনি শুধু আপনার গবেষনাকে গুরত্ব দিবেন এবং আপনার পণ্যে এবং পরিষেবা পরিবেশনে উদ্ধাবনী কৌশল বজায় রাখবেন ।
৯ । সাংস্কৃতিক পার্থক্য কমিয়ে আনতে গুরত্ব দিতে হবে
বাংলাদেশের সংস্কৃতি পশ্চিমাদের তুলনায় অনেকটাই ভিন্ন। এদেশের কর্পোরেট অফিসগুলিতে কিছূটা পশ্চিমাকরণ করা হয়েছে, তবে জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠের শক্তিশালী ভীত হিসেবে রয়েছে সামাজিক, জাতিগত এবং ধর্মীয় মূল্যবোধ । তাই বাংলাদেশের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা অর্জন ছাড়া এখানে সফলভাবে ব্যবসা করা কঠিন, সাংস্কৃতিক পার্থক্য কমানোটা আপনাকে স্থানীয় জনসংখ্যার প্রয়োজনীয়তা অনুসারে আপনার পণ্য এবং পরিষেবাগুলিকে দক্ষতার সাথে তৈরি করতে এবং কর্মক্ষেত্রে একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।
১০ । ধৈর্য্য ধারন করতে হবে
কাঙ্খিত সময়ে ব্যবসার বিকাশ ততটা নাও হতে পারে যতটা আপনি প্রত্যাশা করছেন সেজন্য আপনার কর্মচারী এবং সম্ভাব্য অংশীদারদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে হবে যেন তারা আপনার ব্যবসায়ীক লক্ষ্যটাকে নিজেদের মনে ধারন করতে পারে এবং আপনার মতো করে নিজেদেরকে বিলীয়ে দিতে পারে তাই আবেগকে গুরত্ব না দিয়ে আপনি আপনার পূর্বনির্ধারিত লক্ষ্যের প্রতি আস্থা রেখে কাজ করতে থাকুন ।
১১ । জনপ্রিয় একটি মৌখিক শব্দ গ্রাহকের মুখে তৈরী করতে হবে
বাংলাদেশের মতো জনবহুল দেশে মুখের কথা গুরুত্বপূর্ণ,তাই পেশাদারীত্বের সাথে পরিষেবা প্রদান করতে হবে এবং আপনার ব্যবসা সম্পর্কে গ্রাহকগন যেন ইতিবাচক কথা বলে এবং আপনার ব্যবসা নিয়ে জনপ্রিয় একটি মৌখিক শব্দ গ্রাহকের মুখে উচ্চারিত হয় এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেয় সেজন্য আপনার ব্যবসাকে খুব নিয়ন্ত্রিতভাবে পরিচালিত করতে হবে, আপনার ব্যবসার উপস্থিতি অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিশ্চিত করতে হবে তাহলে আপনার ব্রান্ডের জন্য যে সুখ্যাতি মানুষের মুখে ছড়িয়ে পড়েছে তা আরো দ্রুত বৃদ্ধি পাবে ।
১২ । চূড়ান্ত ভাবনা
বাংলাদেশে ব্যবসা শুরু করতে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে আপনাকে। ব্যবসার মালিক হিসাবে, সঠিক সময়ে সঠিক পদ্ধতীতে গবেষণা পরিচালনা করার পাশাপাশি জনসংখ্যার চাহিদা ও প্রত্যাশাগুলো প্রথমেই বুঝতে হবে। আপনার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে প্রোয়জনীয় দক্ষতা সহ সঠিক কর্মীদের নিয়োগ করুন এবং সর্বাধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট বাজার কৌশল গ্রহন করুন।
এই বিষয়গুলোর বাহিরেও আরো অনেক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে পারে আপনাকে তাই সবকিছু মাথায় রেখেই বাংলাদেশে ব্যবসা সম্প্রসারন বা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিতে হবে ।
আমি এই আর্টিকেলকে প্রতিনিয়ত আরো তথ্যবহুল করবো ইনশাআল্লাহ যেন সত্যিই আপনারদের প্রয়োজন মেটাতে অগ্রনী ভূমিকা পালন করে ।
0 Comments