ষাট সেকেন্ড এর পিচ

এটি এলিভেটর পিচ হিসাবেও পরিচিত, যেখানে আপনার ব্যবসার সামগ্রীক বর্ননা বা বিস্তারিত প্রকাশ করবে যার মধ্যে থাকবে : আপনার ব্যবসা যে সমস্যার সমাধান করবে, উক্ত সমস্যার সমাধান কিভাবে করবেন, আপনার ব্যবসার টার্গেট মার্কেট , আপনি আপনার ব্যবসা থেকে কিভাবে অর্থ উপার্জন করবেন এবং কিভাবে আপনি আপনার প্রতিদন্দ্বীদের চেয়ে ব্যতিক্রমী ও ভালো হবেন ।




আপনি চাইলে এই ষাট মিনিটের পিচকে অনেক তথ্যবহুল করে তুলতে পারেন যদি আপনি কিছু পয়েন্ট মাথায় রেখে আপনার ষাট মিনিটের পিচ এর তৈরী করেন , যেমন- 




  • আপনার উদ্যোগের জন্য নির্ধারিত শিল্পের তথ্য বা পরিসংখ্যান তুলে ধরুন বা সেই বিষয়ে নিয়ে গ্রাহকের সমস্যা কি তা তুলে ধরুন । 

  • আপনার উদ্যোগ যে সুবিধা প্রদান করবে  তা সরাসরি যেন সেই পরিসংখ্যানের সাথে সম্পর্কিত হয় ।

  • আপনাকে কেন গ্রাহকগন বিশ্বাস করবে তা প্রমান করতে হবে বা তার বৈধতা দেখাতে হবে বা আপনার উদ্যোগ আপনার নির্ধারিত গ্রাহকের যেকোন একজনের সমস্যার সমাধান করেছে তা তুলে ধরুন ।  

  • উপসংহার দিন ।

  • আপনার উদ্যোগকে মনে রাখার মতো একটা পয়েন্ট বলবেন  ।