প্রিয় বন্ধুগন,

ঈদ উল ফিতর এর পরের দিন ৪ই মে ২০২২ বিকাল ৪ টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যোনে ঢাকাস্থ গাইবান্ধা বাসীর ঈদ পরবর্তী আড্ডা অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন

গ্রুপের এডমিন শিপড়া সাদিয়া আপু, এডঃসাইফুর ভাই ,ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা জেরি আপা,সরকারি কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক রাহিদুর ভাই ,বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার পাপেল ভাই,


 পলাশ চন্দ্র সূত্রধর বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্পোরেশন,রাব্বানী ভাই সাস্থ্য মন্ত্রণালয়, সুশান্ত সরকার দাদা, তৌহিদুল ইসলাম ভাই, সুমন আকন্দ ভাই, পারভেজ খন্দকার ভাই , রাকিবুল হাসান ভাই

লতিফুল হাবিব ভাই, জিয়ারুল হক সোহাগ ভাই, মেহদি হাসান ভাই, সরোয়ার ভাই, সাইফুল  ইসলাম  ভাই, আব্দুর রহমান  ভাই, সুমন মন্ডল ভাই, তানজিল ভাই এবং আমি বাদশা সহ আরো কয়েকজন ।

এরকম একটা ব্যস্ততম দিনে আড্ডায় শরিক হওয়ার জন্য জন্য সকল কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা, ঢাকাস্থ গাইবান্ধাবাসী এবটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবক সংগঠন, আশা করছি আগামী তে সংগঠন টি ঢাকাস্থ গাইবান্ধা বাসী দের নিয়ে অনেক অনেক ভালো কাজ করবে, মিনিংফুল একটিভিটিজের 

মাধ্যমে ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করতে এগিয়ে আসবে, উক্ত উদ্যোগে যুক্ত হতে সকলের আহবান জানাচ্ছি।

গ্রুপের লিংকঃ