How to expand your business in the global market - 7th post | ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন- ৭ম পোষ্ট


How to expand your business in the global market - 7th post

Dear friends,

As part of what I am constantly writing about how to expand my business in the global market, I will write today in the 7th post where I will highlight some more challenges. 

 

If you think that you are ready to face the challenge of business expansion in the global market, then you need to practice a few things, the first challenge of which I mentioned in the 5th episode, the 2nd and 3rd challenge in the 6th episode, today I will highlight two more new challenges.

 

4. Always try to do your best.

Before you decide on any big business you need to think about all the possible scenarios, especially to expand your business in the global market. You can travel to the country where you want to expand your business, spend some time with the people there, they may be your potential customers, distributors, OM (open marketing) partners, You might even find competitors like you who are already building on products like your organization, so once you turn around you can really figure out if you can sell your product there, who your competitors are, at what price to sell the product, how to sell the product. - Directly, or through a distributor.

 

5. Rely on experts:

If you want to expand your business in the global market, you may need to seek advice from experts in the field, although it can be difficult for small business owners to do everything on their own, but you must understand that you cannot do everything to guide you at least in the beginning. Rely on some experts.

 

ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন-৭ম পোষ্ট

প্রিয় বন্ধুগন,

ব্যবসাকে কীভাবে বিশ্ববাজারে প্রসারিত করবেন তা নিয়ে আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি তারই অংশ হিসেবে ক্রমান্বয়ে আজকে লিখবো ৭ম পোষ্ট যেখানে আরো কিছু চ্যালেঞ্জ তুলে ধরবো । 



আপনি যদি মনে করেন যে বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত, তাহলে আপনাকে কয়েকটি বিষয়ে অনুশীলন করতে হবে যার ১ম চ্যালেঞ্জটি ৫ম পর্বে, ২য় ও ৩য় চ্যালেঞ্জটি ষষ্ঠ পর্বে উর্লেখ করেছি, আজকে নুতন আরো দুটি চ্যালেঞ্জ তুলে ধরবো ।

 

৪. সবসময় আপনার যথাযত পরিশ্রম করার চেষ্টা করুন ।

যেকোন বড় ব্যবসায়ের সিদ্ধান্ত নেয়ার আগে আপনার সবরকম সম্ভাব্য পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে, বিশেষ করে বিশ্ববাজারে আপনার ব্যবসা ছড়িয়ে দেয়ার জন্য । আপনি যেদেশে আপনার ব্যবসা সম্প্রসারন করতে চান সেদেশে ভ্রমন করতে যান, গিয়ে ওখানকার মানুষদের সাথে কিছু সময় কাটাতে পারেন তারা হতে পারে আপনার সম্ভাব্য গ্রাহক, পরিবেশক, ওএম(উন্মুক্ত মার্কেটিং) অংশীদার, এমনকি আপনার সমতুল্য প্রতিযোগীদের পেয়ে যেতে পারেন যারা ইতিমধ্যে আপনার প্রতিষ্ঠানের মতো পণ্যে তৈরী করে যাচ্ছে , তাই আপনি একবার ঘুড়ে আসলেই কিছুটা বুঝতে পারবেন সেখানে আপনার পণ্যেটি বিক্রি করতে পারবেন কি না, আপনার প্রতিযোগী কারা, কী দামে পণ্য বিক্রি করতে হবে , কি ভাবে পন্য বিক্রি করবেন-সরাসরি,নাকি পরিবেশকের মাধ্যমে।

৫.বিশেষজ্ঞদের উপর নির্ভর করুনঃ

আপনি যদি বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারন করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছে থেকে পরামর্শ নেয়ার দরকার হতে পারে, যদিও বিষয়টি ছোট ব্যবসায়ীদের জন্য কঠিন হতে পারে কেননা তারা নিজেরাই সবকিছু করে থাকে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি সবকিছু করতে পারবেন না অন্তত প্রাথমিক পর্যায়ে আপনাকে গাইড করতে কিছুটা বিশেষজ্ঞের উপর নির্ভর করুন ।


ইনশাআল্লাহ পর্যায়ক্রমে #LocaltoGlobal নিয়ে লিখবো ।